নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: জয়পুর বিডিও অফিসের সামনে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝুড়ি, কোদাল, জব কার্ড হাতে নিয়ে অবস্থান বিক্ষোভ করলেন তৃণমূল কর্মী এবং জব কার্ড হোল্ডাররা। বিক্ষোভ মঞ্চে জব কার্ড হাতে নিয়ে বসে থাকতে দেখা যায় তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলকে। তৃণমূলের দাবি, বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা করছে। ১০০ দিনের এবং আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে রাজনৈতিক প্রতিহিংসায়। এই অভিযোগ তুলে সারা রাজ্যের পাশাপাশি জয়পুর ব্লকেও রবিবার অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল। দুপুর বারোটা থেকে এই অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল, চলে বিকেল পাঁচটা পর্যন্ত ।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল বলেন, ‘যদি কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য টাকা না দেয় আমরা চ্যালেঞ্জ দিলাম, আগামী দিনে দিল্লির রাস্তা অবরুদ্ধ করব।’