২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিততে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম হ্যাক করার চেষ্টা করছে বিজেপি। বৃহস্পতিবার এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে এক ভার্চুয়াল কর্মসূচিতে রাজ্যে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এর পর, সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘ওরা এখন থেকেই নানা পরিকল্পনা করছে। ইলেক্ট্রিক মেশিন (ইভিএম) হ্যাক করার নানারকম ব্যবস্থা করছে। আমাদের কাছে খবর এসেছে। কিছু প্রমাণ পেয়েছি। কিছু খুঁজছি। ইন্ডিয়া-র বৈঠকে আলোচনা হবে।’
২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিততেও বিজেপি শিবির নানা কৌশল নিতে পারে বলে দাবি বিরোধীদের। এই নিয়েই সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন মমতা। তারই জবাবে ইভিএম হ্যাকের আশঙ্কার কথা জানান মুখ্যমন্ত্রী। অতীতেও বিজেপির বিরুদ্ধে ইভিএমে কারচুপি করার আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা।
আগামী লোকসভা নির্বাচনে মোদি বাহিনীকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধেছে বিজেপি-বিরোধী দলগুলি। তৈরি হয়েছে ‘ইন্ডিয়া’। আগামী ৩১ অগস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে বিরোধী জোটের পরবর্তী বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে যোগ দেওয়ার কথা মমতার। বৈঠকে বিজেপির পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে বৃহস্পতিবার জানালেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বর্তমানে অস্তিত্ব নেই। পুরনো সঙ্গীরা ওই জোট ছেড়ে চলে গিয়েছে। মমতা বলেন, ‘আমার খুব আশ্চর্য লাগে গতকাল আমি আসছিলাম আলিপুরের ডিজি হেড কোয়ার্টারে অফিস থেকে। তার বিপরীতে একটি পেট্রোল পাম্প রয়েছে। সেখানে দেখলাম দুটি মেয়ে গেরুয়া পোশাক পড়ে দাঁড়িয়ে আছে। তখন আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম তোমরা পুলিশে কবে গেরুয়া পোশাক শুরু করলে। তখন পুলিশ জানাল, এটা পুলিশের নয়, সব পেট্রোল পাম্পে এই পোশাক পরার জন্য নির্দেশিকা গিয়েছে। বাইপাসের ধায়ে সব মেট্রো স্টেশন দেখুন, সব গেরুয়া করে দিয়েছে। শুধু গেরুয়া করার প্ল্যান। সারা দেশে যদি গেরুয়া রং হয়ে যায়, তখন অন্য রং কোথায় যাবে। আর গেরুয়া রং পবিত্র রং। এটাকে নিয়ে যদি ওরা অত্যাচারের প্রতীক হিসাবে গ্রহণ করে তাহলে মানুষ তা গ্রহণ করবে না।’