কলকাতা লিগ মরসুম শুরু হয়েছে বহুদিন। বিদেশিহীন লিগ জমে উঠেছে। নজর কাড়ছেন বিভিন্ন ক্লাবের তরুণ ফুটবলাররা। এরই মাঝে অস্বস্তি। কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের একটি ম্যাচ ঘিরে গড়াপেটার অভিযোগ উঠেছে। টালিগঞ্জ অগ্রগামী বনাম পিয়ারলেসের সেই ম্যাচের গোল নিয়ে সন্দেহ। এরই জেরে উদ্যোগ নিল বাংলা ফুটবল সংস্থা। এ বারের কলকাতা লিগ আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। বিদেশি ফুটবলার না থাকায় স্থানীয় ফুটবলাররা আরও বেশি করে সুযোগ পাচ্ছেন। নজরও কাড়ছেন। টুর্নামেন্টে চোখ ধাঁধানো কিছু গোল হয়েছে। এরিয়ান ক্লাবের সৈকত সরকারের গোল সকলের নজর কেড়েছে। সাইড ভলিতে করা সেই গোলের ভিডিয়ো পাঠানো হয়েছে ফিফায়। ভালো কিছুর মধ্যে অস্বস্তি বাড়ল গড়াপেটার অভিযোগে। পিয়ারলেস বনাম টালিগঞ্জ ম্যাচে ডিফেন্ডার আপাত দৃষ্টিতে একটি সহজ ট্যাকলে ফসকান। বক্সের কাছে মিস করেন। সেই থেকেই গড়াপেটার গন্ধ।