নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: দলের নির্দেশে বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় মণিপুরের ঘটনার প্রতিবাদ শুরু করল তৃণমূল। এদিন বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। মণিপুরে মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মিছিল শুরু হয় বর্ধমানের টাউন হল থেকে উত্তর ফটক পর্র্যন্ত। বর্ধমান শহর যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি অভিরূপ যশ জানান, মণিপুরেû যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। দোষীরা যাতে কঠোরতম শাস্তি পায় তার দাবি জানিয়ে দ্রুত যাতে মণিপুরে শান্তি ফিরে আসে, সে দাবিও জানান।
মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী, শহর যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি অভিরূপ যশ,শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, হিরণ মণ্ডল, পল্লব দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, মণিপুরের নৃশংস ঘটনার প্রতিবাদে পথে নামলেন ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের গেটে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ এক বিক্ষোভ প্রতিবাদের আয়োজন করা হয়। মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে ও কেন্দ্রের শাসকদল বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে কলেজ গেটে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।