স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরির নামে প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে অনশন

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রায় ৭০ জন চাকরি প্রার্থীর কাছে লক্ষ লক্ষ টাকা আদায় করে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তাল হল বাঁকুড়ার ওন্দা। টাকা অবিলম্বে ফেরতের দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়ার ওন্দা ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে অনশন শুরু করলেন চাকরি প্রার্থীরা। আর এই অনশনে নেতৃত্ব দিলেন গৃহবধূ প্রিয়াঙ্কা গোস্বামী। তিনি ছদ্মবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হয়ে তৃণমূল নেতার নামে সরব হয়েছিলেন।
করোনাকালে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি দেওয়ার নাম করে ওন্দা সহ আশপাশের ব্লকের প্রায় ৭০ জন শিক্ষিত তরুণ তরুণীর কাছে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বুদ্ধদেব মালগোপ ও তৃণমূলের ওন্দা ব্লকের সাধারণ সম্পাদক আশিস দের বিরুদ্ধে। পরে এই চাকরি প্রার্থীরা ওই স্বেচ্ছাসেবী সংস্থায় কেউ চার মাস, কেউ আবার ছ’ মাস চাকরি করলেও, তাঁরা কেউইz বেতন পাননি বলে দাবি। তাঁদের দাবি, পরে তাঁরা বুঝতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। প্রিয়াঙ্কা গোস্বামী নামে চাকরি প্রার্থী বৃদ্ধার ছদ্মবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হয়ে বিষয়টি তাঁর নজরে আনেন। অভিযোগ জানানোয় একাধিকবার ওই চাকরি প্রার্থীর ওপর বারেবারে হামলার ঘটনা ঘটে বলে দাবি। এরপর দীর্ঘ টালবাহানার পর অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দেকে পুলিশ গ্রেপ্তার করে। প্রতিবাদী চাকরি প্রার্থী প্রিয়াঙ্কা গোস্বামীর দাবি, পরে তৃণমূলের ওন্দা ব্লক সভাপতি উত্তম বিটের মধ্যস্থতায় আশিস দে তাঁকে দেওয়া টাকা ফেরত দেন। কিন্তু অন্যান্য প্রতারিত চাকরি প্রার্থীরা এখনও টাকা ফেরত পাননি। অবিলম্বে অন্যান্য প্রতারিত চাকরি প্রার্থীদের টাকা ফেরত ও অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দেকে দল থেকে বহিষ্কারের দাবিতে এদিন থেকে তৃণমূলের ওন্দা ব্লক কার্যালয়ের সামনে প্রিয়াঙ্কা গোস্বামীর নেতৃত্বে অনশন শুরু করেন প্রতারিত চাকরি প্রার্থীরা। প্রত্যেক প্রতারিত চাকরি প্রার্থী টাকা ফেরত না পাওয়া পর্যন্ত এই অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রিয়াঙ্কা গোস্বামী সহ অন্যান্য অনশনকারীরা। বিষয়টি নিয়ে কিছু বলতে চায়নি তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =