কারখানার দূষণে স্কুলের পড়ুয়াদের অসুস্থতার দাবি, প্রতিবাদে গেট আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: কারখানা থেকে স্কুলে দূরত্ব পাঁচশো মিটার। অভিযোগ, কুলের অদূরে থাকা সেই কারখানার চিমনি থেকে গলগল করে বেরচ্ছে দূষিত ধোঁয়া ও কালো ছাই। সেই ছাই ও দূষিত ধোঁয়ার প্রভাবে স্কুল পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে বলে দাবি। বারবার কারখানা কর্তৃপক্ষকে দূষণ নিয়ন্ত্রণের আবেদন জানিয়েও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত কারখানার গেট আটকে বিক্ষোভ শুরু করল স্কুস পড়ুয়ারা। ঘটনাটি বাঁকুড়ার ছাতনা ব্লকের জোড়হিড়া এলাকার।
বাঁকুড়ার ছাতনা ব্লকের জোড়হিড়ায় রয়েছে একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা। সেই কারখানার বিরুদ্ধে দূষণ ছড়ানোর অভিযোগ বেশ পুরানো। অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ যথাযথ ভাবে দূষণ নিয়ন্ত্রক ব্যবস্থা চালু না রেখেই উৎপাদন চালিয়ে যাওয়ায় এলাকায় দূষণের মাত্রা সীমা ছাড়িয়েছে। সবথেকে বেশি প্রভাব পড়ছে কারখানা থেকে মাত্র পাঁচশো মিটার দূরে থাকা জোড়হিড়া এসসি হাইস্কুলের পড়ুয়াদের।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এই দূষণের জেরে স্কুলে প্রায় পনেরোশো পড়ুয়ার মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে ও অনেক পড়ুয়ার শ্বাসকষ্ট বা সিওপিডির মতো সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ। স্কুল কর্তৃপক্ষের দাবি, বিষয়টি বারেবারে কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনের নজরে এনেও লাভ হয়নি। অগত্যা এদিন স্কুলের পড়ুয়ারা সামিল হল প্রতিবাদে। স্পঞ্জ আয়রন কারখানার মূলগেট ঘেরাও করে রেখে চূড়ান্ত বিক্ষোভে ফেটে পড়ল স্কুলের পড়ুয়া। পড়ুয়াদের সঙ্গে বিক্ষোভে সামিল হন শিক্ষকরাও।
এরপরও কারখানা কর্তৃপক্ষ দূষণ নিয়ন্ত্রণের ব্যাপারে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ওই স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক সকলেই। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =