ভোটে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ, জেলাশাসককে ডেপুটেশন বাম কর্মীদের

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: প্রশাসনের প্রতক্ষ্য মদতে জালিয়াতি, পঞ্চায়েত নির্বাচনে লাগামহীন সন্ত্রাস, পুলিশি জুলুম, মিথ্যা মামলার অভিযোগ, প্রতিবাদে জেলাশাসকের কাছে সোমবার ডেপুটেশন দেন পূর্ব বর্ধমান জেলার বাম কর্মীরা। এদিন বর্ধমান স্টেশন থেকে মিছিল করে কার্জন গেট পৌঁছে সেখান থেকে তাদের ৬ জন প্রতিনিধি দল জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয়। পাশাপাশি এদিন কার্জন গেটে একটি সভার আয়োজন করা হয়।
এদিনের মিছেলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সাধারণ সম্পাদক মহন্মদ সেলিম এবং প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায় চৌধুরী, সিপিএমের জেলার সম্পাদক সৈয়দ হোসেন সহ বাম কর্মী-সমর্থকরা। এদিন বামেদের ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাই আগে থেকেই কার্জন গেটে প্রচুর পুলিশ ও র‌্যাফ মোতায়েন ছিল। সৈয়দ হোসেন বলেন, ‘তৃণমূল কংগ্রেসকে জয়ী করার জন্য মদত দিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের সাহায্য নিয়ে গণনাকেন্দ্র থেকে আমাদের এজেন্টকে মারধর করে জোর করে বার করে দিয়েছে। যে সমস্ত ব্যালট পেপারগুলো গোনা হয়েছে, তাতে প্রিসাইডিং অফিসারের সই নেই। সিপিএমের জেতা প্রার্থীদের হারিয়ে তৃণমূলকে জেতানো হয়েছে।’ তারই প্রতিবাদে তাদের এই ডেপুটেশন বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =