নীলগঞ্জ রোড সংস্কারের দাবি, আগরপাড়ায় পথ অবরোধ

ব্যারাকপুর :রাস্তা থেকে কবেই উঠেছে পিচের প্রলেপ। বৃষ্টি হলে কাদা, খানাখন্দয় ভরা রাস্তা হয়ে ওঠে আরও বিপজ্জনক। এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে অতি গুরুত্বপূর্ণ রাস্তা আগরপাড়ার নীলগঞ্জ রোড। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এবং কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সংযোগকারী এই রোড। একদিকে বিটি রোড, অন্য দিকে আগরপাড়া স্টেশন রোডের যোগাযোগকারী সড়ক এই নীলগঞ্জ রোড। অথচ উদাসীন দুই পুর কর্তৃপক্ষ। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকালে নীলগঞ্জ রোডের আগরপাড়ার পাঞ্জাভিলায় চৌমাথা মোড় অবরোধ করে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। টানা দু’ঘন্টা অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী দত্ত-সহ বেলঘড়িয়া ও খড়দা থানার পুলিশ। প্রশাসনের তরফে রাস্তা সংস্কারের আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। অবরোধে সামিল হয়ে স্থানীয় বাসিন্দা গোপাল সাউ বলেন, ‘প্রায় তিন বছর ধরে বেহাল দশায় পরিণত এই রাস্তা। পথ চলতি বয়স্ক মানুষজন হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন। তাছাড়া সাইকেল, ßুñটি কিংবা বাইক মাঝে মধ্যেই উল্টে যাচ্ছে। কিন্তু স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই এদিন তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =