এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়া থানার ঘোলদিগরুই গ্রামে। মৃত গৃহবধূর নাম মোসলেমা খাতুন, বয়স ২৩ বছর বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ২০১৮ সালে পাশের গ্রামের যুবক শেখ শোয়েব মল্লিকের সঙ্গে ভালোবেসে তারা বিয়ে করেছিল। এরপর থেকেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাদের সম্পর্ককে মেনে নিতে পারেনি। মৃত মোসলেমা খাতুনকে শারীরিক নির্যাতন চালাতো বলে তার পরিবারের অভিযোগ। শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয় বলে জানা গেছে। পাশাপাশি মৃত গৃহবধূ একটি সুইসাইড নোটবুক লিখে গেছে। সেই নোটে উল্লেখ আছে শাশুড়ি, ননদ ও ভাসুরের নাম। গত শুক্রবার গৃহবধূ তার ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়। মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে পুরশুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত গৃহবধূর শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, মৃত গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন, মাঝে মাঝে বাড়িতে আসতেন। গৃহবধূর একটি তিন বছরের কন্যাসন্তান রয়েছে বলেও জানা গেছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।