হুগলি: বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলি জেলা জুড়ে। হুগলি জেলার বেশ কয়েক ব্লকে বিডিও ডেপুটেশনকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনায় আটক হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী। উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন একুশে জুলাই সারা রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে অশান্তির প্রতিবাদে ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিডিও ঘেরাও কর্মসূচি করা হবে। তাই কর্মসূচিকেই সফল করতে শুক্রবার হুগলি জেলার বিডিও অফিস ঘেরাও করে বিজেপি কর্মীরা। বিডিও অফিসের ১০০ মিটার আগেই পুলিশ বিজেপির মিছিল আটকে দেয়। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগোতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, বিজেপির শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছিল সেই সময় পুলিশরূপে সিভিকরা বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালায়। মহিলাদেরকে হেনস্তা করা হয়। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তার প্রতিবাদে থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। যতক্ষণ না তাদের ছাড়া হবে ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবে, বলে হুশিয়ারি দেয় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, পোলবায় মুখ্যমন্ত্রীর কুশপুত্তুলিকা নিয়ে মিছিল করে বিডিও কাছে ডেপুটেশন দিতে আসে বিজেপি কর্মীরা। আগে থেকেই বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা জারি করেছিল পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিডিও অফিস চত্বরে মোতায়ন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ। বিডিও অফিসে গেটের সামনে বিজেপি কর্মীরা হাজির হতে পুলিশ তাদের আটকে দেয়। পরে ছয়জনের প্রতিনিধিদল বিডিও মৈত্রেয়ী ভৌমিকের কাছে ডেপুটেশন দেন। ™াশাপাশি আরামবাগ, গোঘাট এক ও দুই নম্বর ব্লক, পুরশুড়া ব্লক ও খানাকুল এক ও দুই নম্বর ব্লক, তারকেশ্বর, হরিপাল-সহ হুগলি জেলার প্রায় সব কটি ব্লকেই বিজেপি ডেপুটেশন দেয়।