ধর্মতলাগামী তৃণমূলের ঝান্ডা লাগানো গাড়ির টোল মকুবের অভিযোগ কাঁকসায়

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: শুক্রবার ভোর থেকেই কাঁকসার বাঁশকোপা টোল প্লাজায় কলকাতার ধর্মতলাগামী তৃণমূলের শহিদ সভায় যোগদান করতে যাওয়া সমস্ত বাস এবং অন্যান্য যানবাহনের টোল মুক্ত করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, এদিন ভোর থেকেই তৃণমূলের ঝান্ডা লাগানো যে সমস্ত গাড়ি টোল প্লাজা অতিক্রম করে, তাদের টোল মকুব করে দেওয়া হয়। বিজেপির দাবি, শাসকদলের ভয়ে এই টোল মকুব করা হয়। কিন্তু টোল মকুব করার অনুমতি কে দিল, সেই নিয়েই রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।
টোল প্লাজার কর্মীরা ঘটনার কথা স্বীকার করলেও, কী কারণে টোল মুক্ত করা হয়েছে, তার সঠিক কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছে টোল প্লাজা কর্তৃপক্ষ। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। বিজেপির কাঁকসা ২ নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালির অভিযোগ, টোল ট্যাক্স না দিয়ে যে যানবাহনগুলি কলকাতায় তৃণমূলের সভায় যোগদান করতে যায় এবং একইভাবে সেই সমস্ত যানবাহন ফেরত আসে। তাদের থেকে টোল না নেওয়ায় বড়সড় ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eight =