নিজস্ব প্রতিবেদন, পুরুলিয়া: পুরুলিয়ার ঝালদা স্টেশন থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন৷
তৃণমূলের ২১ জুলাই সমাবেশে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই পুরুলিয়া জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল নেতা কর্মীরা। দূরত্ব অনেকটা হওয়ার কারণে আগে থেকেই রওনা হচ্ছেন তাঁরা। বিকেলের মধ্যেই অনেকেই কলকাতা পৌঁছে গিয়েছেন। সেখানেই রাত্রিবাস করে পরের দিন সকালে সমাবেশ স্থলে পৌঁছবেন তাঁরা। এদিন রাজ্যের একেবারে সীমান্তবর্তী শহর ঝালদা থেকে ট্রেনে করে হাওড়ার উদ্দেশ্যে রওনা হন বেশ কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বুধবারই হাজারের বেশি কর্মী-সমর্থক ঝালদা এলাকা থেকে রওনা হয়েছেন। এদিনও বিপুল পরিমাণ তৃণমূল কর্মী যাচ্ছেন কলকাতায়। রওনা হওয়ার আগে ঝালদা শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নেহাল হাজরা ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ সুলেমান বলেন, ‘এবার ঝালদা ১ নম্বর ব্লক ও ঝালদা শহর থেকে রেকর্ড সংখ্যক কর্মী-সমর্থক ধর্মতলা যাচ্ছেন। যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য আমরা সব রকম ব্যবস্থা নিয়েছি।’