পুলিশি তৎপরতায় ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল ব্যবসায়ীর মৃতদেহ

নবদ্বীপ থানার পুলিশের তৎপরতাতে তালা বন্ধ ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল নিখোঁজ এক ব্যক্তির পচাগলা মৃতদেহ।তালা বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তি পচাগলা মৃতদেহটি। ঘটনাটি ঘটেছে, বুধবার নদিয়ার নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের মিয়াপাড়া এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম শফিউল মণ্ডল (৩৬)। বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া এলাকার চাতরা গ্রামে। জানা গিয়েছে, গত ৯ জুলাই থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। শফিউলের স্ত্রী খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান না পেয়ে স্থানীয় বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করে। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর চালাতে গিয়ে উত্তর যাত্রা গ্রামের বাসিন্দা মন্টু মণ্ডল নামের নিখোঁজ ওই ব্যক্তির দূর সম্পর্কের এক ভাগ্নেকে ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই রহস্যের উন্মোচন হয়। মঙ্গলবার নবদ্বীপ থানা একটি অভিযোগ দায়ের হওয়ার পরেই মন্টু মণ্ডলকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। তদন্তে নেমে নবদ্বীপ থানার মিয়াপাড়া এলাকায় একটি বন্ধ থাকা ঘরের সন্ধান পায়। সেইমতো বুধবার নবদ্বীপ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বরুণাশিস সরকার সহ নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের বারান্দার সিমেন্টের মেঝে খুঁড়ে উদ্ধার করে শফিউল মণ্ডলের পচাগলা দেহ। মৃত শফিউল মণ্ডল দীর্ঘদিন ধরেই এই এলাকায় ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন এবং সেখানেই তিনি মধুর চাষ করতেন বলে জানা যায় স্থানীয় সূত্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি (ডিএনটি) এম রহমান। ওই ব্যক্তিকে খুন করে তারপর মাটি চাপা দিয়ে উপরে ঢালাই করে দেওয়া হয় বলে তদন্তে প্রাথমিক ধারনা পুলিশের। দেহটি উদ্ধার করার পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান মহিলা ঘটিত কারণে এই খুন। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 19 =