বাঁকুড়ায় পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরিতে দু’পক্ষের সংঘর্ষে জখম ৮

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিবাদ সংঘর্ষের আকার ধারণ করে। সংঘর্ষে জখম হয়েছেন দু’পক্ষের কমপক্ষে আটজন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার অদ্বৈতবাটি গ্রামে। সংঘর্ষে জখম বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় গোগড়া হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে নির্বাচন মিটতেই বাঁকুড়ার কোতুলপুর থানার অদ্বৈতবাটি গ্রামে পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণকারী ঠিকাদার সংস্থা রাস্তা ঢালাইয়ের জন্য রাস্তার ওপর প্লাস্টিক সিট বিছিয়ে দেন। সেই প্লাস্টিক সিট কেউ বা কারা উঠিয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় গ্রামের দু’টি পরিবার। অভিযোগ সেই বিবাদ কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষের চেহারা নেয়। লাঠিসোটা, শাবল নিয়ে একপক্ষ অপরপক্ষের ওপর আক্রমণ করে। সংঘর্ষে জখম হন দু’পক্ষের কমপক্ষে আটজন। এর মধ্যে কয়েকজন মহিলাও রয়েছেন। আহতদের কয়েকজনের আঘাত গুরুতর থাকায় তাঁদের স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দ’ুপক্ষই কোতুলপুর থানার দ্বারস্থ হয়েছে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 2 =