ওয়ান ডে সিরিজ হারের জ্বালা থেকে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দু-ম্যাচে ব্যাটিং বিপর্যয়। হতাশার পারফরম্যান্স থেকে শেষ ওয়ান ডে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেই জয়ের আত্মবিশ্বাসের ছাপ টি-টোয়েন্টি সিরিজেও। প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারে নাটকীয় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করল তারা। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। দ্বিতীয় ম্যাচেও ওভার কমল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির প্রভাব পড়বে, সেই ভাবনা থেকেই ফিল্ডিং। টস খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। পাওয়ার প্লে-র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে আফগানিস্তান। কিছুক্ষণ পরই বৃষ্টি। ম্যাচ হয়ে দাঁড়ায় ১৭ ওভারের। বাংলাদেশ বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন দুই বাঁ হাতি স্পিনার অধিনায়ক সাকিব আল হাসান এবং নাসুম আহমেদ। অভিজ্ঞ স্পিনার সাকিব ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নেন। নাসুম উইকেট না পেলেও রান আটকাতে সক্ষম হয়েছেন। ৪ ওভারে মাত্র ১৫ রান দেন। উইকেটের দিক থেকে বাংলাদেশের সফল বোলার তাসকিন আহমেদ। ৩ উইকেট তাঁর দখলে। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১১৯ রান। ৫ ওভারের পাওয়ার প্লে। আর এখানেই বাজিমাত বাংলাদেশ ওপেনিং জুটির। পাওয়ার প্লে-র ৫ ওভারে ৫০ রান যোগ করে লিটন দাস-আফিফ হোসেন জুটি। যদিও পাওয়ার প্লে শেষ হতে চাপে পড়ে বাংলাদেশ। ৩৬ বলে ৩৫ রানে ফেরেন লিটন। আর এক ওপেনার আফিফ ২০ বলে ২৪ করেন। সাকিব-সামিম জুটি আর কোনও চাপ আসতে দেয়নি। ১৬.১ ওভারেই ম্যাচ এবং সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। সাকিব ১১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ৬ উইকেটে জয় বাংলাদেশের।