২০২৩ সালটা ক্রিকেটের বছর। ঠাসা ক্রিকেট সূচিতে হিমশিম খাচ্ছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এশিয়া কাপ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ রয়েছে। এরপর আগামী অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাঠে ওডিআই বিশ্বকাপ। দেড় মাস ধরে চলবে এই মেগা টুর্নামেন্টের আসর। এরপর ফের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টিম ইন্ডিয়া। ১৪ জুলাই শুক্রবার সফরের সূচি ঘোষণা করেছে বিসিসিআই ও ক্রিকেট সাউথ আফ্রিকা। সূচি অনুযায়ী, প্রোটিয়া সফরে তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। সফরে তিনটি টি-২০ ম্যাচ, তিনটি ওডিআই এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। সফর শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে। প্রথম ম্যাচ ১০ ডিসেম্বর। পরের দুটি টি-২০ ম্যাচ খেলা হবে ১২ ও ১৪ ডিসেম্বর। এরপর ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ওডিআই সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচ খেলা হবে ১৯ ও ২১ ডিসেম্বর। একেবারে শেষে খেলা হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে নতুন বছর অর্থাৎ ২০২৪ সালের ৩ জানুয়ারি কেপটাউনে। বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচের লাল বলের সিরিজ। বিজয়ী দলের হাতে উঠবে গান্ধি-ম্যান্ডেলা ফ্রিডম সিরিজ ট্রফি। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও টেস্ট সিরিজ জয় অধরা ভারতের। নতুন বছরের সূচনায় সেই আক্ষেপও মিটিয়ে নিতে চায় ভারত।
ভারত-দক্ষিণ আফ্রিকা ২০২৩-২৪ পূর্ণাঙ্গ সফর সূচি
১০ ডিসেম্বর, ২০২৩ : প্রথম টি-২০ ম্যাচ : ডারবান
১২ ডিসেম্বর, ২০২৩ : দ্বিতীয় টি-২০ : বেরহা
১৪ ডিসেম্বর, ২০২৩ : তৃতীয় টি-২০ : জোহানেসবার্গ
১৭ ডিসেম্বর, ২০২৩ : প্রথম ওডিআই : জোহানেসবার্গ
১৯ ডিসেম্বর, ২০২৩ : দ্বিতীয় ওডিআই ম্যাচ : বেরহা
২১ ডিসেম্বর, ২০২৩ : তৃতীয় ওডিআই ম্যাচ : পার্ল
২৬ ডিসেম্বর, ২০২৩-৩০ ডিসেম্বর, ২০২৩ : প্রথম টেস্ট ম্যাচ : সেঞ্চুরিয়ন
৩ জানুয়ারি, ২০২৪ থেকে ৭ জানুয়ারি ২০২৪ : দ্বিতীয় টেস্ট ম্যাচ : কেপটাউন