নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: কেন্দ্রের আনা অভিন্ন দেওয়ানি বিধি বিলের প্রতিবাদে এবার রাস্তায় নেমে আন্দোলনে সামিল হলেন আদিবাসী মানুষজন। ওই বিলের প্রতিবাদে বৃহস্পতিবার বাঁকুড়ার খাতড়ায় মিছিল করার পাশাপাশি মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভে সামিল হল আদিবাসী একতা মঞ্চ।
সম্প্রতি কেন্দ্রের সরকার দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগুর জন্য ইউসিসি বিল আনতে চলেছে। এই বিধি লাগু হলে সারা দেশে বসবাসকারী প্রতিটি মানুষের জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। আদিবাসীদের দাবি, এই বিধি লাগু হলে হাজার হাজার বছর ধরে তাঁদের সমাজে চলে আসা নিজস্ব সামাজিক আইন কানুনের ওপর আঘাত আসবে। ভারতীয় সংবিধানে স্বীকৃত ছোটনাগপুর টেনান্সি আইন, সাঁওতাল পরগনা টেনান্সি আইন, পঞ্চায়েত এক্সটেনশন টু সিডিউল এরিয়া, কাস্টমারি আইন সহ সংবিধানের পঞ্চম ও ষষ্ঠ তপশিলের মাধ্যমে প্রাপ্ত আদিবাসীদের অধিকার ক্ষুণ্ণ হবে। এই আশঙ্কা থেকে অবিলম্বে অভিন্ন দেওয়ানি বিধি বিল বাতিলের দাবিতে এদিন থেকে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন জঙ্গলমহলের আদিবাসী মানুষ। অবিলম্বে ওই বিল বাতিল না করা হলে এ রাজ্যের জঙ্গলমহল সহ দেশের বিভিন্ন রাজ্যে আন্দোলন আরও তীব্রতর করে তোলার হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী একতা মঞ্চ।