দীর্ঘদিন ধরেই এই গোলকিপারকে দলে নেওয়ার জন্য লড়াই চালাচ্ছিলেন লাল-হলুদ কর্তারা। কেরালা ব্লাস্টার্স থেকে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে গিলকে একপ্রকার নিশ্চিত করল ইস্টবেঙ্গল। গিলকে দলে নিতে ১.২ কোটি টাকা ট্রান্সফার ফি দিল লাল-হলুদ। ইন্ডিয়ান সুপার লিগে গত মরসুমে ব্যাপক সমস্যায় পড়েছে কেরালা ব্লাস্টার্স। সেমিফাইনালে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে দল তুলে নেয় তারা। শৃঙ্খলাভঙ্গের জন্য বিরাট অঙ্কের জরিমানা করা হয় কেরালা ব্লাস্টার্সকে। মাঠ থেকে দল তুলে নেওয়ার খেসারত দিতে হয়েছে। এ বার টিম করতে হিমসিম অবস্থা তাদের। অনেক ভালো প্লেয়ারকেই ছেড়ে দিচ্ছে। প্রভসুখনের ক্ষেত্রেও বিষয়টা তেমনই। ভারতের মাটিতে ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ হয়েছিল। সেই বিশ্বকাপে ভারতীয় দলের সেকেন্ড গোলকিপার ছিলেন প্রভসুখন। ক্লাব ফুটবলে নজর কাড়েন। প্রভসুখনের দাদা গুরসিমরত গিলকেও পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল। ২৫ বছরের ডিফেন্ডার গত বছর খেলেছেন মুম্বইয়ে। মূলত ভাইকে টার্গেট করতেই দাদাকে দলে নেওয়ার কাজ করে ইস্টবেঙ্গল। আর তাতেই সফল লাল-হলুদ। মেডিক্যাল টেস্টের পরই গিল ভাইদের নাম সরকারি ভাবে ঘোষণা করতে পারে ইস্টবেঙ্গল।