নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: গণনা কেন্দ্রে বিরোধীদের নিরাপত্তার দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করলেন প্রদেশ কংগ্রেস পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্যরা। ৮ তারিখ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাজুড়ে শাসকদলের বিরুদ্ধে যে সন্ত্রাসের অভিযোগ ওঠে, সেই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেই দাবি রেখে পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করল প্রদেশ কংগ্রেস পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটি।
সোমবার রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য জানান, গত ৮ জুলাই গোটা রাজ্যজুড়ে শাসকদল যে অশান্তি সৃষ্টি করেছিল, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই দাবি রেখে পূর্ব বর্ধমান জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, গণনা কেন্দ্রের প্রায় দু’ কিলোমিটার পর্যন্ত আধা সেনা মোতায়েন করতে হবে। দু’ কিলোমিটারের মধ্যে কোনও রকম জমায়েত যাতে না হয়, সেই দিকে নজর রাখতে হবে জেলাশাসককে।