শিক্ষকের ভূমিকায় সৌরভ, অবহেলিতদের শিক্ষাখাতে অর্থ দান!

জন্মদিনে বড় ঘোষণা করবেন তা আগেই জানিয়েছিলেন। গত বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করে জানান, ৫১তম জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ ঘোষণা রয়েছে তাঁর। প্রাক্তন অধিনায়ক কী চমক দিতে চলেছেন, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। অবশেষে এল সেই ঘোষণা। যতটা ভাবা হয়েছিল ততটা না হলেও সৌরভের ঘোষণায় চমক রয়েছে বইকি। এক নতুন ভূমিকায় নেমে পড়া কথা জানিয়েছেন সৌরভ। এতদিন যা যা কাজ করে এসেছেন সবকিছুর থেকে আলাদা। জীবনের হাফ সেঞ্চুরি পার করে ফেলেছেন। এ বার নতুন দিকে নিজেকে মেলে ধরার প্রচেষ্টা। এই বিশেষ দিনে নিজের অ্যাপ লঞ্চ করার কথা জানিয়েছেন সৌরভ। এটি মূলত শিক্ষামূলক অ্যাপ। যেখানে শিক্ষকের ভূমিকায় থাকবেন স্বয়ং সৌরভ। নিজের এত বছরের অভিজ্ঞতা উজাড় করে দেবেন তিনি। একইসঙ্গে এই অ্যাপ থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে সমাজের অবহেলিত, বঞ্চিতদের শিক্ষা খাতে। সৌরভ টুইটারে লেখেন, “১৬ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্রিকেট এবং অসংখ্য ম্যাচ…৫১তম জন্মদিনে সেই জায়গাগুলি থেকে প্রাপ্ত শিক্ষা একত্রে আপনাদের জন্য নিয়ে এলাম। এগুলো শুধু আপনাদের জন্যই। ‘সৌরভ গাঙ্গুলী মাস্টারক্লাস’ অ্যাপ নিয়ে আসছি। লিডারশিপ নিয়ে এটা আমার প্রথম অনলাইন কোর্স।” তিনি আরও লেখেন, ” @ClassplusApps এবং তাদের টিমকে ধন্যবাদ টেকনিক্যাল সাপোর্ট এবং এত কম সময়ের মধ্যে অ্যাপটিকে তৈরি করার জন্য। তোমরা সবসময় আমার পরিবার ছিলে। ক্লাসপ্লাস ও আমি মিলে ঠিক করেছি এই কোর্স থেকে প্রাপ্ত অর্থ সুবিধা বঞ্চিতদের শিক্ষা খাতে দান করা হবে।” দীর্ঘ ক্রিকেট জীবনের ভালো মন্দ, চড়াই উতরাই, জাতীয় দলকে নেতৃত্বদানের অভিজ্ঞতা ভাগ করে নেবেন সৌরভ। পোস্টের সঙ্গেই ‘সৌরভ গাঙ্গুলী মাস্টারক্লাস’ অ্যাপের লিঙ্ক দিয়েছেন সৌরভ। ইংরেজি ও বাংলা এই দুই ভাষাতেই সৌরভের অভিজ্ঞতা শোনার সুযোগ থাকছে। হরভজন সিং, যুবরাজ সিং, বীরেন্দ্র সেওয়াগদের মতো সৌরভের নেতৃত্বে খেলা ক্রিকেটাররাও হয়তো এই অ্যাপের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =