ভোটের জন্য শ্রমিকদের সবেতন ছুটি পানাগড় শিল্পতালুকে

নিজস্ব প্রতিবেদন, পানাগড়: শনিবার রাজ্যে ছিল পঞ্চায়েত নির্বাচন। আর এদিন ভোট পরব উপলক্ষে সমস্ত শ্রমিকদের সবেতন ছুটি ঘোষণা করল পানাগড় শিল্পতালুকের সমস্ত কারখানা কর্তৃপক্ষ। পঞ্চায়েত নির্বাচনে কোনও শ্রমিক যাতে ভোটদান থেকে বিরত না থাকেন, তাই পানাগড় শিল্পতালুকের কারখানা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
শ্রমিকরা জানিয়েছেন, বহু শ্রমিক পানাগড় শিল্পতালুকের বিভিন্ন কারখানায় কাজ করেন। স্থানীয় শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা এসে বিভিন্ন কারখানায় কাজ করেন। তাই শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ায়û সমস্ত শ্রমিককে সবেতন ছুটি দেওয়া হয়েছে। অন্যান্য দিন সকাল থেকে কারখানাগুলির চিমনি থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও, এদিন সকাল থেকে সব কিছুই বন্ধ ছিল। ছিল না শ্রমিকদের কোলাহল, রাস্তায় কারখানার যানবাহন।
সকাল থেকেই রীতিমতো সবেতন ছুটির মেজাজে ভোট উৎসবে মেতে ওঠেন কারখানার শ্রমিকরা। যদিও কারখানাগুলি বন্ধ থাকায় এই বিষয়ে কোনও কারখানার আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি। তবে কারখানাগুলির এহেন সিদ্ধান্তে খুশি শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 5 =