পাকিস্তানে প্রাকৃতিক বিপর্যয়ের বলি কমপক্ষে ৫০ জন। ভয়াবহ বন্যা ও ধসের কবলে পাকিস্তান। মৃত ৫০ জনের মধ্যে ৮ শিশুও রয়েছে বলে খবর। গত মাস থেকেই লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত সেদেশের আমজনতা। ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি।
পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক কর্মী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ‘গত ২৫ জুন থেকে শুরু হওয়া বর্ষায় গোটা পাকিস্তান জুড়ে বিভিন্ন এলাকায় বৃষ্টি সংক্রান্ত বিপর্যয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই সময়কালের মধ্যে বৃষ্টি বিপর্যয়ের শিকার হয়ে জখম হয়েছেন ৮৭ জনেরও বেশি।
পাক প্রশাসনের তরফে পেশ করা তথ্য থেকে দেখা গিয়েছে, সবচেয়ে বেশি বিপর্যস্ত পূর্ব পঞ্জাব প্রদেশ। মৃতদের মধ্যে অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে। অনেকের মৃত্যু হয়েছে বাড়ি ভেঙে পড়ার ফলে। খাইবার পাখতুনখাওয়ায় ধসের কবলে পড়ে প্রাণ গিয়েছে ৮টি শিশুর।