নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: গভীর রাতে হাসপাতালের মহিলা ওয়ার্ডে এক রোগীর পুরুষ আত্মীয় জোর করে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তিনি জোর করে নিজের মোবাইলে ভিডিও করেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের কর্মীদের সঙ্গে রোগীর আত্মীয়দের দফায় দফায় মারধরের ঘটনাও ঘটে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মাথা ঘোরার উপসর্গ নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন বিষ্ণুপুর শহরের মাড়ুইবাজার গোয়ালাপাড়ার বাসিন্দা সূর্যা ঘোষ। রাতে সেখানে হাজির হয়ে সূর্যা ঘোষের এক পুরুষ আত্মীয় মহিলা ওয়ার্ডে ঢোকার চেষ্টা করেন। নিয়ম অনুযায়ী, রাত দশটার পর হাসপাতালের মহিলা ওয়ার্ডে আর পুরুষ আত্মীয়রা প্রবেশ করতে পারেন না। সেই নিয়ম অনুযায়ী, ওয়ার্ডের নিরাপত্তারক্ষীরা বাধা দিলে রোগীর আত্মীয়রা নিজের মোবাইল বের করে মহিলা ওয়ার্ডের ছবি করতে থাকে বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক বচসা হয়। অভিযোগ, সেই সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে রোগীর আত্মীয়দের মারধরের ঘটনা ঘটে। আজ সকালে ফের সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রোগীর আত্মীয়রা ফের চড়াও হয়ে নিরাপত্তারক্ষীদের মারধর করেন বলে অভিযোগ। যদিও রোগীর আত্মীয়দের দাবি, হাসপাতালের নিরাপত্তারক্ষী ও কর্মীরা তাঁদের মারধর করেছেন। হাসপাতালে উত্তেজনার খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।