কালনায় তৃণমূলের পতাকা ছেঁড়া ও খুলে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া এবং পতাকা খুলে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কালনা দু’নম্বর ব্লকের বড়ধামাস গ্রামে। বড়ধামাস গ্রামের তৃণমূল নেতা প্রণব ঘোষ জানান, বিজেপি ও সিপিএম এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। যদিও তাঁরা কোনও প্ররোচনায় পা দেবেন না। মানুষ ভোটের বাক্সে এর জবাব দেবে।
কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায় জানান, হার নিশ্চিত জেনেই পতাকা ছিঁড়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, খুলে দিয়ে চলে যাচ্ছে। এভাবে তৃণমূলকে রোখা যাবে না। মানুষ তৃণমূলের সঙ্গে আছে। তৃণমূল ব্যাপকভাবে প্রতিটা জায়গায় জয়লাভ করবে। পতাকা ছিঁড়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে কোনও লাভ হবে না। অভিযোগ উড়িয়ে দিয়ে সিপিএমের কালনা দু’নম্বর এরিয়া কমিটির সম্পাদক মহম্মদ শাহ জানান, এই নোংরা রাজনীতি সিপিএম করে না। এর সঙ্গে সিপিএমের কোন যোগ নেই। এই কালচার তৃণমূল এবং বিজেপিদের মধ্যে আছে, সিপিএম এই রাজনীতিতে বিশ্বাস করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 1 =