তৃণমূলকে এবার লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করার হুঁশিয়ারি দিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলীয় প্রার্থীদের সমর্থনে শুক্রবার তিনি নলগেড়িয়া থেকে কুঠিঘাট পর্যন্ত নির্বাচনী পদযাত্রায় যোগ দেন। সেখানে দলের পক্ষ থেকে একটি পথসভার ও আয়োজন করা হয়েছিল। সভায় বক্তব্য রাখার সময় পুলিশ ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, কিছু পুলিশ অফিসারের উর্দি খুললে আন্ডারপ্যান্টেও তৃণমূলের ছাপ দেখা যাবে। পুলিশকে একেবারে দলদাসে পরিণত করেছে এই সরকার। তিনি বলেন, খেলা হবে, খেলা হবে বলে তিনবার পার পেয়ে গেছে। এবার লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেওয়া হবে। এদিনের প্রচণ্ড রোদ গরমে পদযাত্রা প্রসঙ্গে সেলিম বলেন, রোদে গরমে ঘামের মধ্যে আমাদের মিছিল করতে কোনো অসুবিধা হয় না। কারণ শ্রমজীবী মেহনতি মানুষরা সারা বছরই ঘাম ঝরায়। আমরা চাই ঘাম ঝরুক, কিন্তু রক্ত যেন না ঝরে। তৃণমূল ভেবেছিল মনোনয়ন করতে দেবে না, বিভিন্ন জায়গায় আমাদের বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কমরেডরা প্রতিরোধ গড়ে তুলে মনোনয়ন করেছে। দলীয় কর্মী সমর্থকদের তিনি পরামর্শ দেন, ভোটের দিন ঝড় হোক, বৃষ্টি হোক, পুলিশে ছয়লাপ থাকুক বা যাই হোক, সকাল সকাল গিয়ে নিজের অধিকার প্রয়োগ করুন। পুলিশের উদ্দেশে উর্দির সম্মান রাখার কথা বলেন তিনি। মহম্মদ সেলিম মনে করিয়ে দেন, জ্যোতি বসু বলেছিলেন গ্রামে গ্রামে নিজের সরকার হবে, মানুষের সরকার হবে। সেটাকে নকল করে এরা বলছে দুয়ারে সরকার। বন্যাত্রাণের টাকা, আমফানের টাকা, মিড ডে মিলের টাকা, আইসিডিএস প্রকল্পের টাকা, আবাস যোজনা টাকা সবকিছু এরা চুরি করেছে। তাই চোর মুক্ত মানুষের পঞ্চায়েত গড়তে হবে। তিনি বলেন, হ্যাঁ খেলা হবে, তবে খেলার নিয়ম কানুন মানতে হবে। লাল কার্ড হাতে নিয়ে লাল টুপি, লাল গেঞ্জি পরে আমাদের বাহিনী প্রস্তুত রয়েছে। আমাদের খেলোয়াড়রা তো এখন মাঠে রয়েছে। কিন্তু তৃণমূল কোথায়? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।