বয়স কমল দক্ষিণ কোরিয়ায় সব নাগরিকদের

দক্ষিণ কোরিয়ায় নাগরিকদের বয়স রাতারাতি এক লহমায় কমে গেল দু’বছর করে। বুধবার থেকে দেশের নাগরিকদের বয়স নির্ধারণে আন্তর্জাতিক পদ্ধতি লাগু করল দক্ষিণ কোরিয়া। নতুন আইন প্রচলন করে আন্তর্জাতিক রীতি মেনে চলার নির্দেশ দিয়েছে সিওল।

ছয়ের দশক থেকেই বার্থ সার্টিফিকেটের মতো নথিতে জন্মের সময় শূন্য ও জন্মদিনে ১ বছর করে বয়স যোগ করার আন্তর্জাতিক রীতি মেনে চলছে কোরিয়ানরা। কিন্ত তা সত্ত্বেও অন্য সকল ক্ষেত্রে অসংখ্য দক্ষিণ কোরীয় তাদের প্রথাগত নিয়ম মেনে বয়স গণনা অব্যাহত রেখেছেন। ২০২২ সালের ডিসেম্বরে বয়স গণনার প্রথাগত নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতি মেনে চলার আইন পাশ হয় সেদেশে। এতদিন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় বয়স নির্ধারণে ধরে নেওয়া হত, জন্মের সময় মানুষের বয়স ১ বছর। এবং তার জীবনের পরবর্তী বছরগুলিতে পয়লা জানুয়ারি ১ বছর করে বয়স যোগ হয়। এর সঙ্গে জন্মদিনের কোনও যোগসূত্র থাকে না।

দক্ষিণ কোরিয়ার আইনমন্ত্রী লি ওয়ান-কিউ এই বিষয়ে বলেন, ‘আমরা আশা করি এই উদ্যোগে বয়স গণনা সংক্রান্ত আইনি বিবাদ, অভিযোগ ও সামাজিক বিভ্রান্তি অনেকাংশে দূর হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =