মাথার দাম ১ লাখ ২৫ হাজার, উত্তরপ্রদেশে এনকাউন্টারে নিহত দুষ্কৃতী

উত্তরপ্রদেশে এনকাউন্টারে মৃত্যু হল এক দুষ্কৃতীর। মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশ কৌশাম্বি জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এনকাউন্টারে মৃত্যু হয়েছে তাঁর। দুষ্কৃতীর নাম মহম্মদ গুফরান। কৌশাম্বীর এসপি ব্রিজেশ শ্রীবস্তব জানিয়েছেন, গুফরানের মাথার দাম ধার্য করা হয়েছিল ১ লক্ষ ২৫ হাজার টাকা।

তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং ডাকাতির একাধিক অভিযোগ ছিল। দীর্ঘ দিন ধরে তাঁকে খুঁজছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কৌশাম্বীর সমদা সুগার মিলের কাছে সেই ডেরায় হানা দিয়েই মেলে সাফল্য। কিন্তু অভিযোগ, পুলিশকে দেখে গুফরান পালানোর চেষ্টা করেন। বাইকে চড়ে তিনি পালাচ্ছিলেন বলে খবর। পুলিশ তাঁকে ঘিরে ফেলে। গুফরানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে গুফরানের বাইক এবং পিস্তল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গুফরানের বিরুদ্ধে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় মোট ১৩টি মামলা ছিল। একাধিক খুন, খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ছিলো। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো সে। তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছিল। গুফরানের এনকাউন্টার করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − six =