বিনা খরচে আন্তর্জাতিক কল করার নেটওয়ার্ক ধরল কলকাতা পুলিশের এসটিএফ

অতিরিক্ত অর্থ ব্যয় না করে আন্তর্জাতিক কল করার এক চক্রের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ। কলকাতা পুলিশের এসটিএফের তরফ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত কোনও অর্থ ব্য না করে যে আন্তার্জাতিক ফোন কল করা হচ্ছে তার হদিশ পান এসটিএফ কর্তারা। এরপরই ঘটনার তদন্তে নামেন তাঁরা। এরপরই কলকাতার কড়েয়া, টালা, পূর্ব যাদবপুর আর একবালপুর থেকে উদ্ধার করা হয় ২৯টি সিম বক্স, ৬০৪টি সিম কার্ড যা মূলত এয়ারটেল এবং বিএসএনএলের। সঙ্গে উদ্ধার হয় আনুষঙ্গিক বেশ কিছু যন্ত্রও। এসটিএফের তরফ থেকে আরও বিশদে জানানো হয় যে, কড়েয়া থেকে উদ্ধার হয় ৭টি সিম বক্স, টালা থেকে ১৪টি, পূর্ব যাদবপুর থেকে ৩টি আর একবালপুর থেকে ৫টি সিম বক্স।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়, টালাপার্কের মন্মথ দত্ত রোড থেকে গৌতম সাহাকে। পাশাপাশি মোমিনপুর থেকে গ্রেপ্তার করা হয় গোলাম মইনুদ্দিন ওয়ারসিকে। এদিকে ব্রাইট স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয় মহম্মদ মুজাফ্ফর হোসেনকে। এদের বিরুদ্ধে কড়েয়া থানায় ভারতীয় দণ্ডবিধি অনুসারে ১২০বি, ৪১৯, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১ ধারায় মামলা রুজু করা হয়। পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্টের অধীন ৩/৬ ধারায় ইন্ডিয়ান ওয়্যারলেস টেলিগ্রাফ অ্যাক্টেও মামলা রুজু করা হয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, আন্তর্জাতিক কলের ক্ষেত্রে বিশেষ কোনও খরচ না করে যে কল করা হচ্ছিল তাতে শুল্ক আমদানিও য়েমন কমছিল সরকারের ঠিক তেমনই দেশের আভ্যন্তরীন নিরাপত্তাও বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল ধৃত এই তিন ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =