বুদ্ধদেব পাত্র, ঝালদা : ভোট এলেই নেতারা আসেন। প্রতিশ্রুতিও দেন কিন্তু ভোট শেষ হলে আর দেখা মেলে না নেতাদের। তাই আর প্রতিশ্রুতি নয়, বস্তিতে সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ না দিলে ভোট দিতে যাব না এমনটাই দাবি বড়গ্রাম তাঁতি ও নায়ক পাড়ার বাসিন্দাদের। ঘটনাটি ঝালদা ১ নম্বর ব্লকের ঝালদা দঁড়দা গ্রাম পঞ্চায়েতের বড়গ্রামের তাঁতি ও নায়ক পাড়ার। বাসিন্দাদের অভিযোগ স্বাধীনতার এতদিন পরেও বস্তিতে এখনও বিদ্যুৎ নেই। দুই পাড়ার ৩০ টি পরিবার পড়েছে ভয়াবহ সমস্যায়। ছেলে মেয়েদের পড়াশুনা গভীর সংকটে। রাতের অন্ধকারে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। অথচ সামনেই ঝালদা শহর। রাতে ঝলমল করে পুরনগর। দেখে মনে কষ্ট হলেও আর কিছুই করতে পারেন না দুই পাড়ার বাসিন্দারা। এই দূরবস্থায় এতদিন পার হল কিন্তূ আর নয়। দেওয়াল লিখে ভোট বয়কটের ডাক দিয়েছি, বলছেন বাসিন্দারা। তাদের দাবি, আর প্রতিশ্রুতি নয়, সাত দিনের মধ্যে বিদ্যুৎ না পেলে আমরা ভোট দিতে যাব না। শুধু বিদ্যুৎ নয়, পানীয় জলেরও সমস্যাও রয়েছে বস্তিতে। যদিও বিষয়টি নিয়ে ঝালদা দঁড়দা গ্রাম পঞ্চায়েত প্রধান শিবরাম মাঝি জানান, জমি সংক্রান্ত কারণে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগে সমস্যা হচ্ছে। ওই এলাকায় সৌরচালিত পাম্পের সাহায্যে পানীয় জলের সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান।