নিজস্ব প্রতিবেদন, কাঁকসা:তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ানো গোঁজ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে মঙ্গলবার দুপুরে কাঁকসার বিডিও অফিসে আসেন তৃণমূলের জেলার নেতা প্রভাত চট্টোপাধ্যায়। তিনি জানান, যাঁরা তৃণমূলের সিম্বল না পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, দলের নির্দেশ মেনে সেই সমস্ত কর্মীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার করা ব্যক্তিদের তিনি দলের নির্দেশ মেনে চলার জন্য আবেদন জানিয়েছেন।
এই ঘটনার প্রসঙ্গে বিজেপির কাঁকসা দু’নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি জানান, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, এটা তারই প্রমাণ। বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে একাধিক প্রার্থী দাঁড়িয়ে গিয়েছে। তাই জেলা নেতৃত্ব ময়দানে নেমে শেষ দিন ওই সমস্ত গোঁজ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করাচ্ছে। তৃণমূল নেতৃত্ব হয়তো এটাই বার্তা দিচ্ছে যে আগে যাঁরা প্রার্থী ছিলেন তাঁরা অনেক খেয়েছেন এবার নতুনদের খাবার সুযোগ করে দিতে হবে। নতুনদের খাওয়ার সুযোগ না করে দিলে আগামী দিনে কর্মী পাওয়া যাবে না আর।