অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে লড়াই হচ্ছে সমানে সমানে। কাউকেই এগিয়ে কিংবা পিছিয়ে রাখা যাচ্ছে না। ম্যাচের প্রথম দিন ৩৯৩-৮ স্কোরেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাঁর সিদ্ধান্তকে তুলোধনা করতে ছাড়েননি প্রাক্তন ক্রিকেটাররা। দ্বিতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। পরপর দু-বলে ফেরান ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনকে। তবে অজি ওপেনার উসমান খোয়াজা এক দিক আগলে রাখেন। ইংল্যান্ডের মাঠে প্রথম সেঞ্চুরিও হাঁকান। তৃতীয় দিনের শুরুতে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। যদিও জরিমানাতেই পার পেলেন ইংল্যান্ড স্পিনার মইন আলি। দ্রুত অস্ট্রেলিয়ার তিন উইকেট নিলেও চাপে ফেলতে পারেনি ইংল্যান্ড উসমান খোয়াজার সঙ্গে দারুণ জুটি গড়েন ক্যামেরন গ্রিন। শেষ দিকে অ্যালেক্স ক্যারিও দুর্দান্ত সঙ্গ দেন। মইন আলি দুটি উইকেট নিলেও শেষ সেশনে চাপ বাড়তে থাকে। টার্ন হচ্ছিল বল। যদিও স্পিনের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং উসমান খোয়াজা ও অ্যালেক্স ক্যারির। দিনের খেলার শেষ দিকে মইন আলিকে দেখা যায় বাউন্ডারি লাইনে, হাতে কিছু লাগাচ্ছেন। অজি ইনিংসের ৮৯তম ওভারে এই ঘটনা হয়। আবহাওয়া শুষ্ক হওয়ায় হাতে ড্রাই এজেন্ট লাগাচ্ছিলেন মইন। আইসিসির তরফে জানানো হয়েছে, আম্পায়ারকে না জানিয়ে এমন কিছু করা অপরাধ। এতে খেলার পরিস্থিতি পরিবর্তন, অখেলোয়াড়চিত বিষয় হিসেবেই ধরা হয়। ২০২১ সালে টেস্ট থেকে অবসর ঘোষণা করেছিলেন মইন আলি। অ্যাসেজের জন্য অবসর ভেঙে ফিরেছেন। গত দু-বছরে তাঁর এটি প্রথম অপরাধ হওয়ায় বড় কোনও শাস্তি দিল না আইসিসি। আইসিসির লেভেল ১ অপরাধে মইন আলির ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। মাঠের আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট। ইংল্যান্ডের অফস্পিনার মইন আলি এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।