এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেলের প্রস্তাব মেনে নিয়েছে এশীয় ক্রিকেট কাউন্সিল। পাকিস্তানে এশিয়া কাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তা সত্ত্বেও পাক ক্রিকেট বোর্ডের আবদার যেন কমছেই না। পিসিবির প্রস্তাব মেনে নেওয়ায় এদেশে ওডিআই বিশ্বকাপ খেলতে আসা সমস্যা হওয়ার কথা নয় পাকিস্তানের। কিন্তু পাকিস্তানের আবদার এখনও কমছে না। প্রথমত, ভারতে এসে ওডিআই বিশ্বকাপ খেলা এখনও নিশ্চিত নয় পাকিস্তানের। দ্বিতীয়ত, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ খেলা নিয়ে আপত্তি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নজম শেঠি। পাকিস্তান প্রথম থেকেই আমেদাবাদে খেলা নিয়ে আপত্তি জানিয়ে আসছে। নকআউটের ম্যাচ হলে আপত্তি নেই, তবে গ্রুপ পর্বের ম্যাচগুলি কলকাতা ও চেন্নাইয়ে খেলতে চায় পাকিস্তান। যা নিয়ে নিজের দেশেরই ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। নজম শেঠিদের তাঁর প্রশ্ন, “আমেদাবাদের পিচে কি ভূত আছে নাকি?” আমেদাবাদে খেলতে না চাওয়ার পিছনে পিসিবির লজিক বুঝতে পারছেন না আফ্রিদি। পাকিস্তানের সমা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমেদাবাদে খেলায় আপত্তি কেন? পিচ থেকে কি আগুন বেরচ্ছে নাকি ওখানে ভূত আছে? যাও গিয়ে খেলো এবং জিতে এসো। এগুলো যদি চ্যালেঞ্জ বলে মনে হয় তাহলে ওভারকাম করার একমাত্র উপায় হল জয়।” এই মর্মে পিসিবি প্রধান নজম শেঠিকে একহাত নিয়েছেন তিনি। শেঠিকে কটাক্ষ ছুঁড়ে দিয়ে জানিয়েছেন, পিসিবিকে খুব গুরুত্ব সহকারে বিষয়টির মোকাবিলা করা উচিত। সেসব বাদ দিয়ে ভারতের মাটিতে তাদেরকেই হারানোর কথা হুঙ্কার দিচ্ছেন। তিনি আরও বলেন, “দিনের শেষে পাকিস্তানের জয়টাই হচ্ছে মুখ্য। ভারত যদি আমেদাবাদে খেলতে স্বস্তি পায় তাহলে তোমাদের সেখানে গিয়ে স্টেডিয়াম ভর্তি ভারতীয় সমর্থকদের সামনে জিতে দেখিয়ে দাও তোমরা কী করতে পারো।” আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে ২০২৩ ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করেনি। তবে আইসিসিকে দেওয়া বিসিসিআইয়ের খসড়া সূচি সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছে। খসড়া সূচি অনুযায়ী, পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে মোট পাঁচটি ভেনুতে। ৬ অক্টোবর কোয়ালিফায়ার টিমের বিরুদ্ধে প্রথম ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ নভেম্বর ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচ খেলবে পাকিস্তান।