পঞ্চায়েতের আগে শাসক শিবিরে ভাঙন, ঘাসফুল ছেড়ে কংগ্রেসে যোগ

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: পঞ্চায়েত নির্বাচনের আগে ঘাসফুল শিবিরে ভাঙন গঙ্গাজলঘাটি ব্লকের রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের স্যোশাল মিডিয়ার কর্মী গগন ঘটক এবং তাঁর বেশ কিছু অনুগামীরা শুক্রবার বিকেলে গঙ্গাজলঘাটি ব্লকের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং গেটের নির্বাচনী কার্যালয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন।

শাসকদল ত্যাগ করে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুনীল মণ্ডল৷ এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটি ব্লক কংগ্রেসের সভাপতি কালীপদ মণ্ডল, বাঁকুড়া জেলার যুব কংগ্রেসের সহ-সভাপতি হারাধন মণ্ডল সহ একাধিক কংগ্রেসের নেতৃত্ব। ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির ৩নং কেন্দ্রে  গগন ঘটকের স্ত্রী নিবেদিতা ঘটককে প্রার্থী করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সদ্য কংগ্রেসে আসা গগন ঘটক রাজ্যের দুর্নীতি বিষয়ে সরব হয়েছেন।

গঙ্গাজলঘাটি ব্লক কংগ্রেসের সভাপতি কালীপদ মণ্ডলের দাবি, আগামী দিনে সকলকে কংগ্রেসে আসতে হবে। গগন ঘটকের মতো তৃণমূলের সক্রিয় কর্মী কংগ্রেস দলে আসায় দলের শক্তি বৃদ্ধি হল বলে মনে করছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুনীল মণ্ডল। অন্যদিকে, বড়শাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিলোচন মণ্ডল বলেন, ‘‘গগন ঘটক শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার নেতা ছিলেন, তাঁর দল ত্যাগে তৃণমূলের কোনও ক্ষতি হবে না।’’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =