নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তুলে মন্ত্রীর বিরুদ্ধে সরব বিরোধীরা

ব্যারাকপুর : নির্বাচন বিধি অমান্য করার  অভিযোগ উঠল রাজ্যের সেচ মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের বিরুদ্ধে। মনোনয়ন জমা দেবার শেষ দিনে বৃহস্পতিবার তিনি কনভয় নিয়ে ব্যারাকপুর ব্লক-১ উন্নয়ন অফিসে ঢুকেছেন বলে অভিযোগ বিরোধীদের। এই বিষয়ে বিজেপির ব্যারাকপুর জেলার অফিস সম্পাদক প্রণব মণ্ডলের অভিযোগ, নির্বাচন বিধি ভেঙেই রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বিডিও অফিসে ঢুকেছেন। বিষয়টি তিনি দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। অন্য দিকে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও, মন্ত্রী কনভয় নিয়ে বিডিও অফিসের ভেতরে প্রবেশ করেছেন। মন্ত্রী এভাবে নির্বাচন বিধি ভেঙে বিডিও অফিসে ঢুকতে পারেন না। বিষয়টি মহকুমা শাসক, জেলা শাসক ও নির্বাচন কমিশনে জানিয়েছি। তবে মন্ত্রী পার্থ ভৌমিকের সাফাই, দলের লোক হিসেবে তিনি দেখতে এসেছেন। কোনও সিকিউরিটি নিয়ে তিনি ভেতরে প্রবেশ করেননি। যদিও নির্বাচন বিধি অমান্য করায় মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি ব্যারাকপুর ব্লক-১ উন্নয়ন অধিকারিক রাজশ্রী চক্রবর্তী।  বিডিও বলেছেন, বিষয়টি তিনি জেলাশাসক ও মহকুমা শাসকের নজরে আনবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 3 =