প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে বিরোধী প্রার্থীদের মনোনয়ন কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ বিচারপতি মান্থার

মনোনয়নের শেষ দিনেও উত্তপ্ত রাজ্যের বেশ কিছু এলাকা। সূত্রে খবর, চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। আহত আরও অনেকে। বৃহস্পতিবার সকাল থেকেই বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ উঠে আসতে থাকে শাসক দলের বিরুদ্ধে। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয় বিজেপি ও সিপিএম। সেই মামলায় গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুলিশকে অবিলম্বে প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। এদিকে পঞ্চায়েতে মনোনয়ন জমা দিতে না পারা প্রার্থীরা মামলাও করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেই মামলাতেই এমনই কড়া নির্দেশ দেন বিচারপতি মান্থা। এরই পাশাপাশি কাশীপুর, ভাঙড়, ক্যানিংয়ে আইএসএফ, বিজেপি, বাম, কংগ্রেস প্রার্থীদের মনোনয়নে বাধা কাটাতে পুলিশকে পদক্ষেপ করতেও নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। নির্দেশ দেন, মনোনয়নে ইচ্ছুকরা তাঁদের জমায়েত স্থান জানাবে স্থানীয় থানাকে। তার প্রেক্ষিতে স্থানীয় থানা এসকর্ট করে মনোননয়ন কেন্দ্রে পৌঁছে দেবে প্রার্থীদের, এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =