বিধানসভার মতো পঞ্চায়েতেও সম্ভবত হাত ধরতে চলেছে আইএসএফ-সিপিএম

২০২১-এর বিধানসভা নির্বাচনের মতো পঞ্চায়েত ভোটেও সম্ভবত একে অপরের হাত ধরতে চলেছে আইএসএফ ও সিপিএম। এদিকে এ খবরও মিলছে যে, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে তারা লড়াই করবে। সূত্রে খবর, মঙ্গলবার ফুরফুরা শরিফে ইব্রাহিম সিদ্দিকির দরবারে সাড়ে ন’টা নাগাদ একটি বৈঠক ডাকা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বাম নেতৃত্বও। প্রায় ঘণ্টা দেড়েক চলে এই বৈঠক।
এদিকে সূত্রে খবর, সিপিএম ও আইএসএফ সূত্রে খবর, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের ২৯টি আসনের মধ্যে সিপিআইএম ১৫ টি এবং আইএসএফ ১৪টি আসনে লড়াই করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার বিধায়ক নওশাদ সিদ্দিকি জানান, ‘এবার ভাঙড় মডেল হবে।’ এরপরই সন্ধে নাগাদ নেওয়া হয় জোটের সিদ্ধান্ত। অর্থাৎ, অনেক টালবাহানার পর শেষে ফুরফুরা থেকেই শুরু হল বাম ও আইএসএফ-র এই জোট। কবে আইএসএফ-এর হাত ধরে তেমন কোনও উৎসাহ দেখা যায়নি কংগ্রেসের পক্ষ থেকে। তবে আগে অর্থাৎ ২০১৮ পঞ্চায়েত ভোটের সময় ফুরফুরা সব কটি আসন একচ্ছত্রভাবে দখল করে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 14 =