উইকেটকিপার প্রসঙ্গে দুই প্রান্তে শাস্ত্রী ও ভাজ্জি

কেএস ভরত নাকি ঈশান কিষাণ, ৭ জুন থেকে শুরু ফাইনালের জন্য উইকেটকিপার হিসেবে ভারতীয় দলের একাদশে ঠাঁই হবে কার? ঋষভ পন্থ এবং লোকেশ রাহুলের অনুপস্থিতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের মহারণে জায়গা হবে কার? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভরত ও ঈশান  দু’জনের দিকেই রয়েছে নজর। সাধারণ ক্রিকেট অনুরাগী থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা দু’ভাগ হয়ে গিয়েছেন। সকলের মত আলাদা। টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট কার উপরে ভরসা রাখবেন তা জানা যাবে কিছুদিনের মধ্যেই। তার আগে হরভজন সিং, দীনেশ কার্তিক, রবি শাস্ত্রীদের মতো ক্রিকেট ব্যক্তিত্বরা উইকেটরক্ষক প্রসঙ্গে নিজেদের মতামত রেখেছেন। ভাজ্জির মতে, ইংল্যান্ডে এক্স ফ্যাক্টর হতে পারেন ঈশান কিষাণ। তাই একাদশে তাঁর থাকাটা প্রয়োজন। এখানে রবি শাস্ত্রীর মতামত আলাদা। জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মতে, একাদশ বেছে নেওয়ার উপর নির্ভর করছে উইকেটকিপারের নির্বাচন। তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজে স্পিনারদের বিরুদ্ধে কেএস ভরতের পারফরম্যান্সে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত তাঁর দিকে ঝুঁকতে পারে। আইসিসি রিভিউতে তিনি বলেছেন, ‘যদি দেখা যায় ভারতীয় দল দু’জন স্পিনার নিয়ে খেলছে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে ভরত। বিষয়টি হল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছে ভরত। তাই স্বাভাবিকভাবেই ওকে বেছে নেওয়া হতে পারে। এটা নয় যে একজন, অন্যজনের থেকে খুব ভালো। আবার ব্যাটিংয়ের দিকটাও দেখতে হবে। মিডল অর্ডারে ঈশান কিষাণ গভীরতা আনতে পারে।’ হরভজন সিং ব্যাট ধরেছেন কেএস ভরতের হয়ে। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের মতে, ২৯ বছরের ভরত এগিয়ে থাকবেন কারণ ঘরের মাঠে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবকটি ম্যাচে খেলেছেন তিনি। বলেছেন, ‘আমার মনে হয় না ও (ঈশান কিষাণ) প্রথম একাদশে থাকবে। কেএস ধারাবাহিকভাবে খেলে আসছে। ঋদ্ধিমান সাহা থাকলে তাঁকেই বেছে নেওয়া হত। কারণ ওর অভিজ্ঞতা বেশি এবং ওদের চেয়ে অনেক ভালো কিপার। আবার লোকেশ রাহুল ফিট থাকলে অগ্রাধিকার পেত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 10 =