ওড়িশার বালেশ্বরের ভয়াবহ রেল দুর্ঘটনায় এবার রেলমন্ত্রীর পদত্যাগ দাবি উঠল বিজেপির অন্দর মহলেই। এরপরেই বিরোধী শিবির-সহ সাধারণ মানুষের মধ্যে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়। এবার সেই দাবি শোনা গেলখোদ কেন্দ্রের বিজেপি সরকারের মধ্যেই। রবিবার বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী একটি টুইট করে দাবি করেন, ‘প্রধানমন্ত্রীর তাঁর মেরুদণ্ডহীন চেলাদের মন্ত্রী করায় বিখ্যাত, তার মূল্য তাঁকে দিতে হচ্ছে।‘ একইসঙ্গে তাঁর টুইটে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী এও লেখেন,’ প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়াই রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত।‘ শুধু তাই নয়, এই টুইটে মণিপুরে অশান্তির ঘটনাতেও প্রধানমন্ত্রীকে নিশানা করে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেন,‘সেখানেও তাঁর অযোগ্য চেলাকে প্রধান হিসেবে নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী। আর তারই খেসারত দিতে হচ্ছে আজ।‘এই টুইট ঘিরে শোরগোল পড়ে জাতীয় রাজনীতিতে।
ফলে এদিনের এই টুইটের পর বিজেপির অন্দরেই যেভাবে প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা যায় খোদ পদ্ম শিবিরের নেতা সুব্রহ্মণ্যম স্বামী তাতে পদ্ম শিবির রীতিমতো অস্বস্তিতে তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে রবিবার দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি শনিবার সকাল থেকেই ঘটনাস্থলে থেকে প্রথমে উদ্ধার কাজ এবং পরে ট্র্যাক পুনরুদ্ধারের কাজ তদারকিও করেন। এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ধীরগতির ট্র্যাকে দ্রুতগামী ট্রেন চালানো হচ্ছে।
এদিকে শনিবার প্রধানমন্ত্রী ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থল পরিদর্শন করেন। রবিবার সেখানে যান লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও এদিন সেখানে যান। এছাড়াও পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতাদেরও এদিন সেখানে দেখা গিয়েছে।