করমণ্ডল দুর্ঘটনায় শোকস্তব্ধ অভিষেক, নবজোয়ার কর্মসূচিতে ছাঁটকাট

করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় শোকস্তব্ধ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।একইসঙ্গে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার প্রভাব পড়ল হাওড়ার অভিষেকের জনসংযোগ যাত্রায়। তৃণমূল সূত্রে খবর, শনিবার হাওড়া পৌঁছে বাগনালের লাইব্রেরি মোড় থেকে তৃণমূলের মিছিলের অগ্রভাগে ছিলেন অভিষেক।খালোর কালীবাড়ি মোড়ে গিয়েছে শেষ হয় এই অভিষেকের এই মিছিল। ওই কালীমন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। তৃণমূল সূত্রে খবর, দুর্ঘটনার কারণে মন্দিরে পুজো দেওয়ার পর এদিনের যাবতীয় কর্মসূচি বাতিল করেন ডায়মন্ড হারবারের সাংসদ। শুধু তাই নয়, নিহতদের শ্রদ্ধা জানাতে তৃণমূলের মিছিলে কোনও ধরনের স্লোগান দিতে নিষেধ করেছে অভিষেক, সূত্রে এমনটাই খবর।এমনকী মিছিলের জন্য আনা ঢাক-ঢোল বাজাতেও নিষেধ করা হয়।
হাওড়ার জেলা তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নেতামন্ত্রী এদিন অভিষেককে স্বাগত জানাতে বাগনানের লাইব্রেরি মোড়ে এসে উপস্থিত হন। তখনই সেখানে পৌঁছে কর্মসূচি সংক্ষিপ্ত করার কথা তাঁদের জানিয়ে দেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। এদিকে তৃণমূল সূত্রে খবর, কর্মসূচির আগামী দিনক্ষণ ঠিক করতে এরপরই দলের মধ্যে আলোচনা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =