শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে তিহারে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন তৃণমূলের দুই সাংসদ। দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বোলপুরের সাংসদ অসিত মাল শুক্রবার তিহার জেলে অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যার সঙ্গে দেখা করেন। দেখা করে বেরিয়ে এসে দোলা জানান, শারীরিক ভাবে ঠিক আছেন অনুব্রত এবং সুকন্যা। এর পাশাপাশি, তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’ করার অভিযোগ তোলেন। বিচারাধীন বন্দি হওয়া সত্ত্বেও অকারণে অনুব্রত এবং তাঁর কন্যাকে এত দূরে রাখা হয়েছে বলে অভিযোগ করেন দোলা।
প্রায় ৪০ মিনিট তিহার জেলের ভিতরে কাটানোর পর দোলা সেন এও জানালেন, তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশেষ কোনও অভিযোগ জানাননি অনুব্রত ও সুকন্যারা। তিহারে শারীরিকভাবে সুস্থ রয়েছেন উভয়েই। দোলা সেন বললেন, ‘দিদির নির্দেশে রাজ্যসভার সাংসদ হিসেবে আমি ও লোকসভার সাংসদ হিসেবে অসিত মাল এখানে এসেছিলাম কেষ্টদা ও তাঁর মেয়ে সুকন্যার সঙ্গে দেখা করতে। ওনারা বিচারাধীন বন্দি ও অভিযুক্ত… কিন্তু ওনারা বাংলার বাইরে জেলে আছেন। অকারণে তাঁরা এত দূরে আছেন। কীভাবে রাজনৈতিক প্রতিহিংসা চলছে, তা আপনারা জানেন। আমরা জানি এখন কোন জমানায় আমরা আছি।’
রাজনীতিবিদদের একাংশের দাবি, দলের উচ্চ নেতৃত্বের অনুমোদনক্রমেই অনুব্রতকে দেখতে যান দুই সাংসদ। দল যে এই বিপদের দিনেও অুনুব্রতের পাশে আছে, সেই বার্তাই দেওয়া হয় দলীয় প্রতিনিধিদের তিহার-সফরে।
বৃহস্পতিবারই গরু পাচার মামলায় সুকন্যার জামিনের আর্জি খারিজ করে দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অনুব্রতের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিও স্থগিত হয়ে যায় বৃহস্পতিবার। সোমবার থেকে আদালতে গরমের ছুটি পড়ে যাওয়ায় আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা নেই। তাই মনে করা হচ্ছে, গোটা জুন মাসই তিহার জেলে কাটাতে হবে অনুব্রত এবং সুকন্যাকে।