এই মুহূর্তে বাস ভাড়া বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই জানালেন পরিবহণমন্ত্রী

এই মুহূর্তে বাস ভাড়া বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই বলে ফের জানিয়ে দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার বেলতলা মোটর ভেহিকলসের একটি অনুষ্ঠানে এসে তিনি জানান, ‘মুখ্যমন্ত্রী চান না, এই মুহূর্তে সাধারণ মানুষের উপর বাস ভাড়া বাড়িয়ে বাড়তি চাপ দেওয়া হোক। তাই সরকার বাস ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও চিন্তাভাবনা করছে না।‘ এদিকে বেসরকারি বাস, মিনিবাসের মালিকরা অনেকদিন ধরেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। ভাড়া না বাড়ালে রাস্তায় বাস নামবে না বলেও মালিকরা হুমকি দিয়েছেন।
বৃহস্পতিবার পরিবহণ মন্ত্রী বেলতলা মোটর ভেহিকেলস দপ্তরে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের সূচনা করেন। কোনও ব্যক্তি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে সমস্ত তথ্য জমা দেওয়ার পর অতি দ্রুত এই স্মার্ট কার্ড তৈরি করে তা গ্রাহকদের বাড়িতে ডাক মারফত পোঁছে দেওয়া হবে বলে জানান পরিবহণমন্ত্রী। পাশাপাশি পরিবহণ দপ্তরের তরফ থেকেও জানানো হয়, সারা দেশের মধ্যে কলকাতাতেই প্রথম এই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স চালু হল।এরই রেশ টেনে পরিবহণমন্ত্রী জানান, আগে কাগজ ও ল্যামিনেশনের মাধ্যমে তৈরি করা হত ড্রাইভিং লাইসেন্স। এখন থেকে প্লাস্টিকের স্মার্ট কার্ড করা হবে। এর মধ্যে থাকছে কিউ আর কোড দেওয়া চিপ। তার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত তথ্যের হদিশ মিলবে। পাশাপাশি গাড়ির নম্বর রেজিস্ট্রেশন থেকে শুরু করে গাড়ির যাবতীয় তথ্যও দেওয়া থাকবে এই কিউ আর কোড সম্বলিত কার্ডটিতে। ফলে এ রাজ্য থেকে শুরু করে দেশের যে কোনও প্রান্তে সংশ্লিষ্ট গাড়ির চালক ও গাড়ির সমস্ত তথ্য একসঙ্গেই পুলিশ ও প্রশাসন জেনে নিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + ten =