কেমন চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি ?

হাতে আর মাত্র কয়েকটা দিন। সাদা বল এবং ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট সাময়িক ভুলে টেস্ট ক্রিকেটের পালা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামতে চলেছে ভারত। আইপিএলের মতো দীর্ঘ দু-মাসের বেশি সময় টি-টোয়েন্টি খেলার পর টেস্টের প্রস্তুতি সহজ নয়। সাদা বলের থেকে ফোকাস এ বার লাল বলে। যতটা আক্রমণত্মক ব্যাটিং করতে হবে, তেমনই ডিফেন্সও মজবুত চাই। মাথায় রাখতে হবে ওয়ার্কলোডও। তার ওপর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে। ভারতে এখনও তীব্র গরম। ইংল্যান্ডে ঠান্ডা আবহাওয়ায় দ্রুত মানিয়ে নিতে হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মেগা ফাইনালের আগে কেমন হচ্ছে ভারতের প্রস্তুতি? জানালেন টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফরাও। আইপিএলের প্লে-অফে যেতে না পারা দলের ক্রিকেটার যাঁরা WTC ফাইনালের স্কোয়াডে রয়েছেন, তাঁরা আগেই পৌঁছে গিয়েছিলেন। ধীরে ধীরে প্রায় ফুল টিমই পৌঁছে গিয়েছে। প্রস্তুতি চলছে জোরকদমে। তবে এখনই হার্ডকোর ট্রেনিং শুরু হয়নি। টিম ইন্ডিয়ার বোলিং কোচ পারশ মামরে বলেন, ‘দারুণ প্রস্তুতি চলছে। আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল, এখানকার পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া। পরবর্তী দুটো সেশনে আমরা প্রস্তুতিতে আরও বেশি জোর দিয়েছি। নেট সেশনও চলছে জোরকদমে। বোলারদের ওয়ার্কলোডের বিষয়টিতেও নজর দেওয়া হচ্ছে।’ বোর্ডের পোস্ট করা ভিডিয়োতে ফিল্ডিং কোচ টি দিলীপ বলেন, ‘প্লেয়াররা সকলেই আইপিএল থেকে এসেছে। ফলে আমাদের আগে দেখতে হচ্ছে, ওদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকটা। আইপিএলে যেহেতু দীর্ঘ সময় খেলেছে, এখানে প্রস্তুতিতে তাই গ্রাউন্ড ফিল্ডিংয়ে এখনই সে ভাবে নজর দিচ্ছি না। মূলত ক্লোজ-ইন ফিল্ডিং এবং ক্লোজ ইন, স্লিপ ক্যাচিংয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে।’ ট্রেনিংয়ে বিরাট কোহলিকে ‘বাজবল’ মুডেও দেখা গিয়েছে। শুধুই ডিফেন্স নয়, তিনি যে সুযোগ পেলে স্টেপ আউট করতেও পিছপা হবেন না প্রস্ততিতেই পরিষ্কার। ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের কথায়, ‘প্রতিটা প্লেয়ার বড় একটা টুর্নামেন্ট খেলে এসেছে। এখন ভিন্ন ফরম্যাটে খেলতে হবে তাদের। ফলে যেটুকুই সময় পাচ্ছি, রেড বলের সঙ্গে মানিয়ে নেওয়া, ডিফেন্সের দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে। টেস্ট শুরুর আগের দিন হয়তো বোলারদের জন্য ঐচ্ছিক অনুশীলন থাকবে। ওরা যাতে ম্যাচের জন্য পর্যাপ্ত বিশ্রাম পায়, সেদিকেই নজর থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − two =