২০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার টলিউডের জনপ্রিয় পরিচালক পীযূষ সাহা। পুলিশ সূত্রে খবর, নায়ক বানানোর প্রতিশ্রুতি দিয়ে বীরভূমের রামপুরহাটের বাসিন্দা অক্ষয় গুপ্তের কাছ থেকে ২০ লক্ষ টাকা নিয়েছিলেন পরিচালক পীযূষ। তবে টাকা নিলেও কোনওরকম ছবি আর হয়নি। এরপরেই ২০২২ সালে পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অক্ষয়। এদিকে অক্ষয়ের বাবা নেই, মা ক্যানসারে আক্রান্ত। রুপোলি পর্দায় নায়ক হওয়ার আশায় যা সঞ্চয় ছিল তা পরিচালক পীযুষকে দিয়েছিলেন। আর এখন সব হারিয়ে নিঃস্ব তিনি। অক্ষয়ের আরও জানান, ২০ লক্ষ টাকা তাঁর নিজের দেওয়ার কথা ছিল। আর ৮০ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল পীযুষের। একাধিক স্ক্রিপ্ট অক্ষয়কে দেন, কিন্তু কোনও শ্যুটিং শুরু হয়নি। এমনকী জালবন্দি নামে একটি সিনেমার স্ক্রিপ্ট তাঁকে দিলেও ওই ছবিতে নিজের ছেলেকে লঞ্চ করেন বলে দাবি অক্ষয়ের। মায়ের ক্যানসার ধরা পড়ায় পুরো টাকা ফেরত চান অক্ষয়। কিন্তু শেষে টাকা না পেয়ে পুলিশের দ্বারস্থ হন অক্ষয়।
পাশাপাশি পুলিশ সূত্রে এও জানানো হয়েছে, দীর্ঘদিন কেটে গেলেও সেই ছবি তৈরি করেননি পরিচালক পীযুষ। সম্প্রতি নিজের ছেলেকেও টলিউডে লঞ্চ করেন এই বর্ষীয়ান পরিচালক প্রযোজক। এরপরেই অক্ষয়ের সঙ্গে শুরু হয় মনোমালিন্য। পীযূষের ঘনিষ্ঠ সূত্রে দাবি, অক্ষয়ের টাকা ফিরিয়ে দিতেও রাজি ছিলেন পীযূষ। তাঁর থেকে কিছুটা সময়ও চেয়েছিলেন। কিন্তু এর মাঝেই পুলিশের দ্বারস্থ হয় অক্ষয়। যদিও অক্ষয়ের দাবি, তিনি টাকা ফেরত চাইলেও পীযূষ টাকা ফেরত দিতে চাননি। ২০১৯ সালে পীযূষকে ২০ লক্ষ টাকা দিয়েছিলেন অক্ষয়। ২০২২ সালে টাকা ফেরত না পেয়ে পরিচালক প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পীযূকে গ্রেপ্তার করে পুলিশ।