এগরা কাণ্ডের পর বেআইনি বাজি ধরতে তৎপর হয়ে উঠল পুলিশ। বৃহস্পতিবার হুগলি গ্রামীণ পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে। পাশাপাশি কয়েকশো কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, হুগলি জেলার চণ্ডীতলা, সিঙ্গুর, ধনিয়াখালি, খানাকুল, হরিপাল সহ একাধিক জায়গায় বেআইনি বাজি তৈরি হয়। এই সব জায়গায় অভিযান শুরু করে পুলিশ। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। এই ঘটনার পর বেআইনি বাজি তৈরি হয় যেসব জায়গায় সেখানে তল্লাশি শুরু করে হুগলি গ্রামীণ পুলিশ। বুধবার রাতে বেগমপুরের খরসরাই এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল বাজি আটক করে পুলিশ। উদ্ধার হয় ৭৮৩ কেজি বাজি, ৮০ কেজি বাজি তৈরির মশলা। যার মধ্যে চণ্ডীতলার বেগমপুর থেকে উদ্ধার হয় ৬০০ কেজি বাজি। ওই এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল, খোকন নাথ,পার্থ দাস, দীপক নাথ, বিনয় নাথ ও প্রবীর কুমার নাথ। হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ বলেন, ৯টি থানা এলাকায় তল্লাশি চালিয়ে ৭৮৩ কেজি বাজি আটক করা হয়। ১১ জন যারা বাজি তৈরির সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। সবমিলিয়ে এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশের এই কাজকে স্বাগত জানায় স্থানীয় মানুষ।