ডেভিড ওয়ার্নারের দল ইতিমধ্যেই চলতি আইপিএলের প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। তাই আজ ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে শিখর ধাওয়ানের দল হেরে যাক এমনটা অনেক টিমই চাইছে। একাধিক দলের এই আশা পূরণ করার চেষ্টা করছে দিল্লি ক্যাপিটালস। নয়নাভিরাম ধর্মশালায় দীর্ঘ ১০ বছর পর ফিরল আইপিএলের ম্যাচ। আজ শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লির ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে বেশ চর্চা চলেছে। আজ দিল্লির একাদশে কামব্যাক হয়েছিল তরুণ ওপেনার পৃথ্বী শ-র। কামব্যাক ম্যাচে ব্যাট দিয়ে সমালোচকদের দারুণ জবাব দিলেন পৃথ্বী। ‘কর্ম করে যাও ফলের আশা করো না’… এটাই যেন মেনে চলছিলেন পৃথ্বী। ২০ এপ্রিল কেকেআররে বিরুদ্ধে শেষ ম্যাচে খেলেছিলেন পৃথ্বী। আজ পঞ্জাবের বিরুদ্ধে সুযোগ পেয়ে তা বেশ কাজে লাগিয়েছেন পৃথ্বী। ৩৮ বলে ৫৪ রান করেছেন তিনি। পঞ্জাবের বিরুদ্ধে শুরু থেকেই ছন্দে দেখা যায় পৃথ্বী শ-কে। দেখতে দেখতে ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন পৃথ্বী। যদিও অর্ধশতরানের ইনিংসের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি পৃথ্বী। ৩৮ বলে ৫৪ রান করার পথে পৃথ্বীর ব্যাটে আসে ৭টি চার ও ১টি ছয়। ১৫তম ওভারের শেষ বলে বড় শট নিতে গিয়ে উইকেট দিয়ে বসেন পৃথ্বী। ইনিংস বিরতিতে তিনি বলেন, ‘অনেক দিন পর রান পেলাম। মাঝে মাঝে পরিশ্রমের ফল পরে পাওয়া যায়। এর জন্য আমি খুশি। বল ভালো ভাবেই উইকেটে আসছিল। এই উইকেটে ব্যাটিং করাটাও ভালো। শিশিরও ছিল। পাওয়ার প্লে-টা সহজ ছিল না। পাওয়ার প্লে হয়ে যাওয়ার পর ব্যাট করা সহজ হয়ে গিয়েছিল। গ্যাপ খুঁজে পেলে রান করতে পারছিলাম। একটা ভালো স্কোরের টার্গেট দিতে পেরেছি।’ প্রসঙ্গত, ২০২৩ সালটা খুব ভালো কাটছে না পৃথ্বীর। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুম্বইয়ের ওশিওয়ারা এলাকায় মাঝরাতে পৃথ্বীর সঙ্গে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা অভিনেত্রী স্বপ্ন গিলের সেলফি তোলা নিয়ে বিরাট ঝামেলা হয়েছিল। পরবর্তীতে পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ করেন স্বপ্না। পৃথ্বীর সঙ্গে স্বপ্নার সেলফি বিতর্কের ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর পৃথ্বী ও তাঁর বন্ধুদের উপর চড়াও হওয়া এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছিলেন ক্রিকেটার। তারপর পৃথ্বীর উপর বড়সড় অভিযোগ আনেন স্বপ্না। এই বিতর্কের ক্ষত এখনও জুড়োয়নি। তার মধ্যেই চলতি আইপিএলে রান পাচ্ছিলেন না পৃথ্বী। যার ফলে প্রবল সমালোচিত হচ্ছিলেন তিনি। তবে আজ তাঁর ব্যাট একাধিক সমালোচনার জবাব দিয়ে গেল।