কৌশানী প্রতারণার কাছে হেরেছে দাবি মদন মিত্রের

ব্যারাকপুর :‘কৌশানী তো হারেনি। কৌশানী তো প্রতারণার কাছে হেরেছে।’ মঙ্গলবার এমনটাই দাবি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ১৭ মে বুধবার ৩১ বছরে পা রাখবেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। জন্মদিনের আগের দিনে মঙ্গলবার দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন কৌশানী মুখোপাধ্যায়। সঙ্গী ছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত ও কামারহাটির বিধায়ক মদন মিত্র।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে মুকুল রায়ের কাছে পরাজিত হয়েছেন তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। এদিন দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক মদন মিত্র বলেন, ‘ওখানে এখন যদি নির্বাচন হয়, তাহলে কৌশানী এক লক্ষ ভোটে জিতবে। কারণ, নদিয়ার মানুষ কৌশানীকেই চায়।’ মদনের দাবি, ‘ওকে জোর করে হারানো হয়েছে।’ অপরদিকে কৌশানী বলেন, ‘অসৎ পথে জিততে চাইনি। মুকুল রায় একজন তাবড় রাজনীতিবিদ। ওনার এক লক্ষ ভোটে তাকে হারানো উচিত ছিল। কিন্তু উনি মাত্র ৩০ হাজার ভোটে হারিয়েছেন। ভোটের ফলাফল বলে দিয়েছে একজন নবাগত প্রার্থী কতটা মানুষের ভালোবাসা পেয়েছে।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইকে এদিন বহিরাগত বলে দাবি করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, ইডি ও সিবিআই আধিকারিকরা বাইরে থেকে আসছেন। তাই ওনারা তো বহিরাগত। তবে বাংলায় অতিথি দেব ভব, অতিথি নারায়ণ ভব। তাই দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিলেন, ইডি-সিবিআই অধিকারিকদের সঙ্গে অতিথির মতো আচরণ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =