পাকিস্তানে কয়লা খনির দখল নিয়ে গোষ্ঠী সংঘর্ষে কমপক্ষে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহত হয়েছেন বহু। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সান্নিখেল ও জারঘুন খেল নামের দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে খনির দখল নিয়ে ঝামেলা বাঁধে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই আদিবাসী গোষ্ঠীর লড়াইয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। ভয়াবহ গুলি বিনিময়ের ফলে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঘটনাস্থলে দ্রুত নিরাপত্তারক্ষীরা না পৌঁছলে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে দাঁড়াত। ঠিক কতজন আহত তা এখনও পর্যন্ত জানা যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কোহাট জেলায় দারা আদম খেল এলাকায় একটি কয়লা খনিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছিল। সোমবার সেই সংঘাত গড়ায় ভয়াবহ সংঘর্ষে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এই সংঘর্ষ নিয়ে দেরা আদম খেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। ভবিষ্যতে যাতে এহেন ঘটনার ফের না ঘটে তা নিশ্চিত করা হবে।