ফের সেরা হাসপাতালের তকমা পেল এমআর বাঙুর

কলকাতা: ফের রাজ্যের সেরা জেলা হাসপাতালের তকমা পেল এমআর বাঙুর। এই নিয়ে পরপর তিন বার। প্রসূতি ও শিশুমৃত্যু কমানো, হাসপাতালের আউটডোর, ইন্ডোর, অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয় মাথায় রেখে এই তকমা দেওয়া হয়।
দেশের সমস্ত হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করতে স্বাস্থ্যমন্ত্রকের তরফে ‘ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার’ সব হাসপাতালের অবস্থা পর্যবেক্ষণ করে। যার নামকরণ হয়েছে ‘সুশ্রী কায়াকল্প।’ কেন্দ্রের তালিকা মেনে স্বাস্থ্য দপ্তর প্রাথমিক থেকে জেলা, সব হাসপাতালের মূল্যায়ন করে। সেই মূল্যায়নে এম আর বাঙুর হাসপাতাল আবার সেরা হাসপাতাল হিসেবে প্রথম স্থান অর্জন করল।
শুক্রবার ২০২২-২৩ সালের ‘সুশ্রী কায়াকল্প’ ফল প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। ১৩টি জেলা হাসপাতাল, ৩০টি মহকুমা, ১৬টি স্টেট জেনারেল হাসপাতাল, ২৭৪টি গ্রামীণ ও ব্লক প্রাথমিক হেলথ সেন্টার এবং ৫৭৬টি প্রাথমিক হেলথ সেন্টারকে স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন মেনে খুঁটিয়ে পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞ দল জেলা থেকে প্রাথমিক পর্যন্ত সব হাসপাতাল পর্যবেক্ষণ করে। তার ভিত্তিতেই এই ফল। প্রথম হলে তিন বছরের জন্য ৫ লাখ টাকা পুরস্কার পাওয়া যায়। কিন্তু এবার প্রথম হলেও পুরস্কারের অর্থ পাবে না বাঙুর। হাসপাতালের সুপার ডা. শিশির নস্করের কথায়, ‘নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন হলেই হবে না। গতবছরের থেকে অন্তত ৫ শতাংশ বেশি নম্বর পেতে হয়। বাঙুর এবার ৯৭ শতাংশ নম্বর পেয়েছে। অন্য দিকে দ্বিতীয় হয়েও বালুরঘাট প্রথম পুরস্কার পেল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =