অমিত শাহের ছেলের সম্পত্তি ৮০ হাজার গুণ বাড়লে তাঁকে গ্রেপ্তার নয় কেন, প্রশ্ন অভিষেকের

অনুব্রত কন্যা সুকন্যার ১৫০ গুণ সম্পত্তি বেড়েছে বলে তাঁকে গ্রেপ্তার করেছে। অমিত শাহের ছেলের ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে তাঁকে কেন গ্রেপ্তার করা হবে না?’ একইসঙ্গে এদিন এ প্রশ্নও করেন অভিষেক যে, ‘তাহলে বিএসএফ গরু পাচার করে যে টাকা রোজগার করে তার টাকা অমিত শাহের কাছে যায় না তার ছেলের কাছে যায়, কে প্রশ্ন করবে? একমাত্র আমরা চোখে চোখ রেখে লড়াই করছি। আগামী দিনে আগামী দিনে ব্যতিক্রম হবে না।‘ অনুব্রতহীন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে এই ভাষাতেই বিদ্ধ করতে দেখা গেল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একইসঙ্গে কটাক্ষ করে এও বলেন, ‘বাবুরা গোরু চোর ধরতে বেরিয়েছে। এদিকে বলছে পাচারে প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছিল বিএসএফ-এর। এই সীমান্ত সামলায় কে না অমিত শাহের বিএসএফ। এত কলজের জোর আছে কি যে অমিত শাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে?’
এরই পাশাপাশি মঙ্গলবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের গ্রেপ্তারি নিয়েও বড় প্রশ্ন তুলে দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি এও বলেন, ‘গোরু পাচারের অভিযোগে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে ইডি-সিবিআই। ইডি তাঁকে দিল্লিতে নিয়ে গিয়েছে। আমি কাউকে ডিফেন্ড করছি না, তদন্ত তদন্তের পথে চলবে।’
এখানেই শেষ নয়, এদিনের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এও দাবি করেন, ‘২০২৬ সালে আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস।‘এই প্রসঙ্গে অভিষেক এদিন এও জানান, বিজেপির চোখে চোখ রেখে একমাত্র লড়াই করেছে তৃণমূল। মঙ্গলবারের মুরারইয়ের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে বিদ্ধ করে অভিষেক এও বলেন, ‘একুশের ভোটে হারের পর বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। বাংলার ১১ লাখ মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে কেন্দ্র। ১০০ দিনের কাজের টাকাও দেয়নি।‘ আর এই প্রসঙ্গেই অভিষেকের হুঁশিয়ারি, ‘টাকা দেওয়া না হলে দিল্লি গিয়ে টানা আন্দোলন কর্মসূচি চালাতে হবে।’ সঙ্গে টাকা ছিনিয়ে নিয়ে আসারও হুঁশিয়ারি দিতে এদিন দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
পাশাপাশি অভিষেক বীরভূমের বাসিন্দাদের মনে করিয়ে দেন, ‘তৃণমূল সরকার কোনও প্রকল্পের সুবিধা দিতে রাজনৈতিক রং বিচার করে না। গত দুবছরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকার ৩৭ হাজার কোটি টাকা খরচ করেছে। পরিবারের প্রত্যেক মহিলাকেই এই প্রকল্পে প্রত্যেক মাসে ৫০০ টাকা করে দেয় এই সরকার।’ আর এরই রেশ ধরে কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, ‘অন্যদিকে, কেন্দ্রের বিজেপি সরকার আধার-প্যান কার্ড লিঙ্ক করাতে সাধারণ মানুষের কাছ থেকে ১০০০ টাকা নেয়।’
এদিকে মঙ্গলবার জনসংযোগ কর্মসূচির ১৫ তম দিনে বীরভূমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ বৈশাখ মুরারইয়ের সভা শুরু আগেই কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =