রাজস্থান রয়্যালস শিবিরে বিপর্যয়ের অন্যতম কারণ তিনিই। আফগান স্পিনার রশিদ খান। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এ মরসুমে ধারাবাহিক ভালো পারফর্ম করলেও ইডেন গার্ডেন্সে তাঁর জন্য ছিল শুধুই হতাশা। ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রচুর রান খরচ হয়েছে তাঁর বোলিংয়ে। উইকেটও পাননি। কেকেআরের আফগান তারকা রহমানুল্লা গুরবাজ অতি পরিচিত রশিদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন। তবে সেই একটি ম্যাচ বাদ দিলে রশিদের পারফরম্যান্স মুগ্ধকর। শুধু তাই নয়, ম্যাচের বাইরেও রশিদের আচরণ সকলের মন জয় করে। এমন অনেক কিছুর মধ্যে জয়পুরে তাঁর আচরণ আরও এক বার মন জয় করল৷ ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালস শুরুতেই খেই হারায়। জস বাটলারকে ফেরান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সঞ্জু স্যামসনের সঙ্গে বিশাল ভুল বোঝাবুঝিতে রান আউট গত ম্যাচর সেঞ্চুরিয়ান যশস্বী জয়সোয়াল। বিপর্যয় যেন থামতেই চায় না। মাত্র ৯৬ রানে ৮ উইকেট হারায় রাজস্থান রয়্যালস। শেষ দিকে কিছুটা অবদান রাখার মরিয়া চেষ্টা ট্রেন্ট বোল্টের। রাজস্থান ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় ডেলিভারি। চায়নাম্যান নুর আহমেদের বোলিংয়ে বিশাল ছক্কা মারেন ট্রেন্ট বোল্ট। বল গিয়ে লাগে এক ক্যামেরা-পার্সনের বুকে। জোরালো আঘাত পান। এমনটাই স্বাভাবিক। ক্যামেরা-পার্সনের আশেপাশে তাঁর টিমের বাকিরা। তিনি সুস্থ রয়েছেন। তবে ক্যামেরা-পার্সনকে আরও হয়তো কিছুটা ভরসা দিল আর একটা হাত। ঘটনার পরই ম্যচের মাঝে বাউন্ডারির বিলবোর্ড লাফিয়ে ক্যামেরা-পার্সনের কাছে পৌঁছান আফগান তারকা রশিদ খান। তাঁর সুস্থতার খবর নেন। কাঁধে হাত রেখে ভরসাও দেন রশিদ।